| |
               

মূল পাতা জাতীয় আজ দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা


আজ দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 April, 2021     01:07 PM    


কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাত্র ৩ দিন আগেই দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ে মারা গেছেন ১৩ জন। বাড়িঘর ও ফসলি জমির ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। এর মধ্যেই নতুন করে ঝড়ের শঙ্কার কথা শোনা গেল।

বুধবার (০৭ এপ্রিল) আবারো কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। অধিদপ্তর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানায়, কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, অপর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
-জেড