| |
               

মূল পাতা সারাদেশ হাটহাজারীতে আবারও সড়ক অবরোধ


হাটহাজারীতে আবারও সড়ক অবরোধ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     27 March, 2021     12:09 PM    


ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকালের মতো আজ শনিবারও চট্টগ্রামের হাটহাজারীতে  সড়ক অবরোধ করেছেন হেফাজত ইসলামের নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা।

শনিবার (২৭ মার্চ) সকাল থেকে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। বন্ধ রয়েছে হাটহাজারী উপজেলা সদরের দোকানপাট।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মোদি বিরোধী আন্দোলনকারী দ্বিতীয় দিনের মতো হাটহাজারী মাদরাসার সামনে অবস্থান নিয়েছেন। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থানার সামনে অবস্থান করছে। এছাড়া চট্টগ্রাম-হাটহাজারী রেললাইনে গাছের গুড়ি ফেলে রেখে অবরোধ করে রাখা হয়েছে।

এ ব্যাপারে হাটহাজারী থানার এসআই কবির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটহাজারীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকালের সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ‘হাটহাজারীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে।’

এর আগে, গতকাল শুক্রবার মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে হাটহাজারীতে ৩ মাদরাসাছাত্রসহ ৪ জন নিহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার আড়াইটার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে সংঘর্ষে এ চারজন নিহত হন। নিহতরা হলেন, রবিউল ইসলাম (২৩), মেরাজুল ইসলাম (২২) মিরাজুল ইসলাম, জামিল (২০) ও মিজান (৪০)। আহত হন কমপক্ষে ১৫ জন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন আরও একজন।

আজ দেশব্যাপী হেফাজতের বিক্ষোভ
পুলিশ ও সরকারি দল আওয়ামী লীগের কর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল শুক্রবার (২৬ মার্চ) রাত আটটায় পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ ঘোষণা দেন।
চট্টগ্রামে আজ জোহরের নামাজের পর জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে হেফাজতের বিক্ষোভ মিছিল শুরু হবে বলে জানিয়েছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক।

কাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
একই ঘটনার প্রতিবাদে আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম হাটহাজারী