| |
               

মূল পাতা করোনাভাইরাস ভারতে ভয়াবহ হচ্ছে করোনা, শবে বরাত পালনে নিষেধাজ্ঞা


ভারতে ভয়াবহ হচ্ছে করোনা, শবে বরাত পালনে নিষেধাজ্ঞা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 March, 2021     12:01 PM    


ভারতে ভয়াবহ আকার ধারণ করছে মহামারি করোনা পরিস্থিতি। এর প্রেক্ষিতে শবে বরাতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।

দিল্লি সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রকাশ্যে শবে বরাত, হোলি এবং নবরাত্রি উৎসব পালনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাজার, শপিং মল এবং জনবহুল এলাকাগুলোতে বিশেষভাবে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কভিড পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে দিল্লি। ভিড় হয় এমন বেসরকারি বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কভিড পরীক্ষা করা হবে। যে সব রাজ্যে সংক্রমণ বেশি, সেই সব রাজ্য থেকে আগত যাত্রীদেরও এই পরীক্ষা করা হবে। সমস্ত জেলা প্রশাসন এবং পুলিশকে এ ব্যাপারে সরকারি নির্দেশিকা কঠোর ভাবে মেনে চলার কথা বলা হয়েছে।

ভারতের রাজধানী দিল্লিতে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে এসব কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দিল্লি সরকার জানিয়েছে।
-জেড