| |
               

মূল পাতা সারাদেশ করোনার দ্বিতীয় ঢেউ : মাগুরায় গণজমায়েত নিষিদ্ধ


করোনার দ্বিতীয় ঢেউ : মাগুরায় গণজমায়েত নিষিদ্ধ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 March, 2021     12:33 PM    


আবার বাড়ছে করোনা। প্রতিদিন রেকর্ড সংখ্যক শনাক্ত হচ্ছে। আরও দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাগুরায় সব ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ মাগুরায় দিন দিন বেড়েই চলছে। সরকারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী করোনার ঝুঁকি এড়াতে এখন থেকে কমিউনিটি সেন্টার, ক্লাব, হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সকল প্রকার সামাজিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানে ১০০ জনের অধিক সমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাগুরা জেলায় করোনাবিস্তার রোধকল্পে বিয়ে, সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি গণজমায়েত নিষিদ্ধ করা হলো।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা মাগুরা মাগুরা সদর