| |
               

মূল পাতা উপমহাদেশ রক্তাক্ত মিয়ানমার : একদিনে নিহত ৩৯


রক্তাক্ত মিয়ানমার : একদিনে নিহত ৩৯


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     15 March, 2021     11:30 AM    


সামরিক শাসনের বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ বিক্ষোভে রোববার (১৪ মার্চ) সর্বাধিক ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিল্প এলাকা বলে পরিচিত হ্লাইংথায়ায় ২২ বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম ইরাবতি জানায়, এর ফলে মোট নিহত বিক্ষোভকারীর সংখ্যা ১৩৪-এ পৌঁছেছে।

এ ব্যাপারে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের বরাত দিয়ে রয়টার্স জানায়, হ্লাইংথায়ায় চীনা অর্থায়নে পরিচালিত একটি কারখানায় আগুন দেওয়ার পর এ ঘটনা ঘটে। এছাড়াও দেশটির অন্যান্য শহরে আরো ১৬ জন নিহত হয়েছেন। এ দিন একজন পুলিশও মারা গেছেন।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির নেত্রী অং সান সু চিসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দী করা হয়। এর কয়েকদিন পরই জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হয়। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও ধীরে ধীরে তা রক্তক্ষয়ী সহিংসতায় রূপ নেয়।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জাপান ও নিউজিল্যান্ডসহ বহু দেশ মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অবিলম্বে মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
-জেড