| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল জুলুমতন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে


নেজামে ইসলাম পার্টির জাতীয় সম্মেলনে নেতৃবৃন্দ

জুলুমতন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     27 February, 2021     08:25 PM    


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জাতীয় সম্মেলনে রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ বলেছেন, দেশের স্বাধীনতা জনগণের মৌলিক ও ইসলামী অধিকার। ইসলামী আকীদা বিশ্বাসের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। নাগরিকদের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। পশ্চিমা সংস্কৃতি ও ব্রাহ্মণ্যবাদী চেতনা প্রতিষ্ঠার চক্রান্ত চলছে। তারা ইসলামী চেতনা মুছে দিতে চায়। নাস্তিক্যবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে।

জাতীয় নেতৃবৃন্দ আরো বলেন, দেশে জুলুমতন্ত্র চলছে। খুন ঘুম অত্যাচার নির্যাতনে দেশের জনগণ অতীষ্ঠ। আমরা আইয়্যামে জাহিলিয়াতে বাস করছি। দেশটা লুটের দেশের পরিণত হয়েছে। ভোটের অধিকার নেই। সর্বত্র হাহাকার। এই অবস্থা চলতে দেয়া যায় না। ঐক্যবদ্ধভাবে এই জালেমদের মুকাবিলা করতে হবে। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ বলেন, নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে। বিচার নেই। ন্যায় বিচার থেকে জনগণ বঞ্চিত, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে রাষ্ট্রের কাঠামো থাকবে না।

তারা বলেন, মুসলিম প্রধান দেশে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। নৈতিক চরিত্র ও মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক সৃষ্টির জন্য কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার সকাল ১০টা থেকে বি এম এ মিলনায়তনে পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের সহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জমিয়তের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নেজামে ইসলাম পার্টির উপদেষ্টা মাওলানা ফজলুর রহমান, জামায়াতে ইসলামীর যুগ্ম-মহাসচিব মাওলানা আবদুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মসজিদ মিশনের মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নুরুল আমিন মেহদী।

নেজাম ইসলাম পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমির আলহাজ আবদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল খালেক নিজামী, মাওলানা মুফতি মোহম্মদ আলী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা হাফেজ সালামতুল্লাহ, মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী, মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, অধ্যাপক ইলিয়াস খান, মুফতি দ্বীনে আলম হারুনী, শাহতলীর পীরজাদা মাওলানা হোসাইন আহমদ হেলাল, জৌনপুরের মাওলানা আরিফুর রহমান, কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা আনিসুর রহমান, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, শ্রমিক সমাজের সভাপতি মুফতি ওয়াহিদুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন কেন্দ্রীয় সংগঠন সচিব অধ্যক্ষ মাওলানা আবু তাহের খান ও মুফতি শরীফুর রহমান।

সম্মেলন শেষে আগামী ৩ বছরের জন্য অধ্যক্ষ মাওলানা সারোয়ার কামাল আজিজীকে আমীর ও মাওলানা মুসা বিন ইজহারকে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ১৫ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা, ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।