| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি তৃতীয় ধাপ : ৬২ পৌরসভায় চলছে ভোট গ্রহণ


তৃতীয় ধাপ : ৬২ পৌরসভায় চলছে ভোট গ্রহণ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     30 January, 2021     10:22 AM    


তৃতীয় ধাপে দেশের ৬২ পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।

জানা গেছে, এবারের ধাপে ২২৯ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গোপালগঞ্জ, কুমিল্লার লাকসাম ও বাগেরহাটের মোরেলগঞ্জ নির্বাচনে পৌরসভায় মেয়র পদে সেখানকার প্রার্থীরা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ যেসব পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে সেগুলো হলো- গোবিন্দগঞ্জ, ধামইরহাট, নওগাঁ, গোপালগঞ্জ, ধুনট, গাবতলী, কাহালু, মুণ্ডুমালা, মৌলভীবাজার, কোটচাঁদপুর, মোরেলগঞ্জ, লাকসাম, হাজীগঞ্জ, ফেনী, মুন্সীগঞ্জ, জাজিরা, ঈশ্বরগঞ্জ, নকলা, সিংড়া, কেশরহাট, দর্শনা, নলছিটি, দুর্গাপুর, নন্দীগ্রাম, মনিরামপুর, হাতিয়া, রামগঞ্জ, কটিয়াদী, টুঙ্গিপাড়া, মধুপুর, নড়িয়া, বরগুনা, পাথরঘাটা, বোরহানউদ্দিন, উলিপুর, হাকিমপুর, রহনপুর, নড়াইল, কলারোয়া, পাংশা, স্বরূপকাঠি, গৌরনদী, সরিষাবাড়ি, ভালুকা, গৌরীপুর, জকিগঞ্জ, হরিণাকুণ্ড, টাঙ্গাইল, মির্জাপুর, মেহেন্দিগঞ্জ, বরুড়া, চৌমুহনী, ভেদরগঞ্জ, দৌলতখান, জলঢাকা, পাবনা, শিবগঞ্জ, পাইকগাছা, কালিয়া, চৌদ্দগ্রাম, ভূঞাপুর ও সখিপুর।

এর আগে প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় এবং দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে সবগুলোতেই ব্যালটে ভোট গ্রহণ হচ্ছে। কোনো ধরনের সাধারণ ছুটি নেই নির্বাচনী এলাকাগুলোতে।
-জেড