| |
               

মূল পাতা করোনাভাইরাস করোনা : বিশ্বে একদিনে ঝরল আরও ১৬ হাজার প্রাণ


করোনা : বিশ্বে একদিনে ঝরল আরও ১৬ হাজার প্রাণ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 January, 2021     11:01 AM    


মহামারি করোনাভাইরাসের প্রকোপ কোনওভাবেই কমছে না। দেশে দেশে ইতোমধ্যে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও বিশ্বের বহু দেশ এখনও টিকাবঞ্চিত। এমন অবস্থায় প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। শনাক্ত হচ্ছে লাখ লাখ।

বিশ্বজুড়ে এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায়  আরও ১৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৫ লাখ মানুষের শরীরে।

বুধবার (২৭ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। ৮ মার্চ প্রথম বাংলাদেশে কোনও করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে প্রথম কোনও ব্যক্তির করোনায় মৃত্যু হয়।
-জেড