| |
               

মূল পাতা আন্তর্জাতিক মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের


মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     21 January, 2021     01:28 PM    


মুসলিম দেশগুলোর ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশে স্বাক্ষর করেছেন নতুন ক্ষমতা গ্রহণ করা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  ট্রাম্পের দেওয়া এই নিষেধাজ্ঞা মূলত মুসলিম নিষেধাজ্ঞা নামেই পরিচিত। এর ফলে নিষিদ্ধ হয়ে পড়া মুসলিম দেশগুলোর নাগরিকরা এখন আমেরিকার ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন।

জো বাইডেন স্থানীয় সময় বুধবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং প্রথম দিনেই অফিসে বসে তিনি ১৫টি নির্বাহী আদেশে সই করেন। এর মধ্য দিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি সিদ্ধান্ত বাতিল করেছেন তিনি।

বাতিল করা অন্য সিদ্ধান্তগুলো হলো- প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসা, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করা এবং মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়াসহ মোট ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়।

২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রায় ২০০ দেশের এই প্লাটফর্ম থেকে ছিটকে পড়ে আমেরিকা। এরপর ২০২০ সালে করোনা মাহামারির সময় বেরিয়ে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও। ফলে দুটি বৈশ্বিক স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল দেশটি।
-জেড