| |
               

মূল পাতা জাতীয় দেশে করোনার টিকাদান শুরু ৮ ফেব্রুয়ারি


দেশে করোনার টিকাদান শুরু ৮ ফেব্রুয়ারি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     21 January, 2021     02:29 PM    


আগামী ৮ ফেব্রুয়ারি থেকে দেশে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ যেমন সফল হয়েছে টিকাদানের ক্ষেত্রেও তেমন সফল হবে।’

 বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন স্বাস্থ‌্যমন্ত্রী ও স্বাস্থ‌্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান। এতে রয়েছে সেরামের তৈরি অক্সফোর্ডের ২০ লাখ ডোজ।
-জেড