| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব নাইজারে হামলা : ফ্রান্সের তিন সৈন্যসহ নিহত ৭৯


নাইজারে হামলা : ফ্রান্সের তিন সৈন্যসহ নিহত ৭৯


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     03 January, 2021     10:42 AM    


আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে সন্দেহভাজন উগ্রবাদীদের হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। গ্রাম দুটির অবস্থান দেশটির পশ্চিমে মালি সীমান্তের কাছে। জানা গেছে, সেখানকার চোম্বাঙ্গু গ্রামে নিহত হয়েছেন অন্তত ৪৯ জন। আহত হয়েছেন ১৭ জন। অন্যদিকে জারোমদারে গ্রামে হামলায় আরো ৩০ জন নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স-এর।

এদিকে পার্শ্ববর্তী দেশ মালিতে নিযুক্ত ফ্রান্সের দুই সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফরাসি প্রেসিডেন্ট দফতর। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী জানায় যে, সোমবার (৩ জানুয়ারি) মালিতে আলাদা হামলায় তিন ফরাসি সেনা নিহতের পেছনে তাদের হাত ছিল। দেশটির পশ্চিমে মালি সীমান্তের কাছে এমন ঘটনা ঘটেছে।

সরকারি ফরাসি আরএফআই-এর সংবাদমাধ্যমে নাইজারের দুটি গ্রামে সর্বশেষ হামলার খবরটি নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাছে আলহাদা জানান, ওই অঞ্চলটির সুরক্ষায় সৈন্য পাঠানো হয়েছে।

দেশগুলোর টিলাবেরি অঞ্চল, যেখানে গ্রামগুলো অবস্থিত, সেখানে ২০১৭ সাল থেকেই জরুরি অবস্থা চলছে। এবং পুরো নাইজারজুড়ে উগ্রবাদী গোষ্ঠীগুলোর হামলার ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এর আগে, গত মাসে একই ধরনের হামলায় ২৭ জন নিহত হয়েছিলেন। নাইজেরিয়ার উগ্রবাদী গোষ্ঠী বোকো হারাম দক্ষিণ-পূর্ব ডিফফা অঞ্চলে এ হামলা চালিয়েছিল।
-জেড