| |
               

মূল পাতা আন্তর্জাতিক জনগণের উদ্দেশে কিমের চিঠি- ‘নতুন বছরেও কঠোর পরিশ্রম করব’


জনগণের উদ্দেশে কিমের চিঠি- ‘নতুন বছরেও কঠোর পরিশ্রম করব’


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     02 January, 2021     12:43 PM    


‘আমি নতুন বছরেও আমি কঠোর পরিশ্রম করব’ ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন জনগণের উদ্দেশে এক চিঠিতে এমনটা জানিয়েছেন। চিঠিতে কিম নতুন বছরে কঠোর পরিশ্রম করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে প্রতিবছরের মতো এবারও নববর্ষে কিম কোনো ভাষণ দিয়েছেন কি না তা জানা যায়নি। নববর্ষ উপলক্ষে কিম তার বাবা ও দাদার সমাধিও পরিদর্শন করেছেন। আল জাজিরা।

জনগণের উদ্দেশে লেখা চিঠিতে কিম বলেন, ‘আমি নতুন বছরেও কঠোর পরিশ্রম করব নতুন যুগ দ্রুত এনে দিতে। সেই যুগে আমাদের জনগণের আদর্শ ও আকাঙক্ষাগুলো সত্যে পরিণত হবে।’

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার জনগণ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এ কারণে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এর আগে ক্ষমা চেয়েছিলেন কিম। আর কঠিন সময়েও শাসক দলের ওপর ভরসা ও সমর্থন অব্যাহত রাখায় চিঠিতে জনগণের প্রতি ধন্যবাদ জানান কিম জং উন।
-জেড