| |
               

মূল পাতা জাতীয় হক কথা বলতে উলামায়ে কেরাম কারো রক্তচক্ষুকে ভয় করে না: আল্লামা বাবুনগরী


হক কথা বলতে উলামায়ে কেরাম কারো রক্তচক্ষুকে ভয় করে না: আল্লামা বাবুনগরী


ফয়জুল্লাহ আল হাবীব     01 January, 2021     06:29 PM    


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হক ও ন্যায়ের কথা বলতে উলামায়ে কেরাম কারো ভয় করে না। 

শুক্রবার (০১ জানুয়ারি) বাদ জুমা চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে তিনি এ কথা বলেন।

পবিত্র কুরআনের উদৃতি দিয়ে আল্লামা বাবুনগরী আরো বলেন, পবিত্র কুরআনে নবী-রাসুলদের (আ.) মৌলিক ৪টি কাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করা হয়েছে, যিনি তাদেরকে তার আয়াতগুলো পড়ে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। অথচ এর আগে তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। নবীগণের এ কাজ চলমান থাকবে। আমাদের নবী হযরত মুহাম্মদ স. এর অবর্তমানে এ কাজ সম্পাদন করবেন হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নবী-রাসুলের উত্তরসূরি হিসেবে দীপ্ত কণ্ঠে জাতির সামনে হক কথা বলবেন। হক ও ন্যায়ের কথা বলতে উলামায়ে কেরাম কারো রক্তচক্ষুকে ভয় করেন না।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হেফাজতে ইসলামের নেতা হযরত মাওলানা আল্লামা শেখ আহমদ সাহেব, মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা নোমান ফয়জী, মুফতী জসীম উদ্দীন প্রমূখ।।