| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি পরিস্থিতি বুঝে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে : বিমান প্রতিমন্ত্রী


পরিস্থিতি বুঝে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে : বিমান প্রতিমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 December, 2020     02:30 PM    


করোনার নতুন ধরন নিয়ে পরিস্থিতি বুঝে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি যুক্তরাজ্য থেকে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সে দেশ থেকে আগত যাত্রীদের বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কাউকে সন্দেহ হলে তার পিসিআর ল্যাব টেস্ট করা হবে। বিদেশফেরত সব যাত্রীদের পিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্ট আনা বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।’

প্রতিমন্ত্রী জানান, বেসামরিক বিমান পরিবহন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এভাবেই বিমান চলাচল অব্যাহত থাকবে।
-জেড