| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধির ঘোষণা আসতে পারে আজ


শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধির ঘোষণা আসতে পারে আজ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 December, 2020     01:40 PM    


দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট দফতরের তরফ থেকে আবারও ছুটি বাড়ার ইঙ্গিত মিলেছে। জানা গেছে,আজ (বৃহস্পতিবার) এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমন তথ্য দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তিনি জানান, করোনা পরিস্থিতিতে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবো। আজকের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। তবে কত দিন ছুটি বাড়ছে সে বিষয়ে এখনই বলা যাচ্ছে না।’

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার।
-জেড