রহমতটোয়েন্টিফোর ডেস্ক 14 December, 2020 01:54 PM
মাত্র ৪ দিনের ব্যবধানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ২৫০ কেজি ওজনের একটি বোমা পাওয়া গেছে। বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় এটির খোঁজ মেলে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, বোমাটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে পাঠানো হচ্ছে।
এর আগে, গত ৯ ডিসেম্বর একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে ১০ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে এ বোমাটি ধ্বংস করা হয়।
শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
-জেড
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: