| |
               

মূল পাতা জাতীয় ভাস্কর্য ইস্যূতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠালেন মাওলানা মাহমুদুল হাসান


ভাস্কর্য ইস্যূতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠালেন মাওলানা মাহমুদুল হাসান


রহমত টোয়েন্টিফোর ডটকম     08 December, 2020     08:35 PM    


ভাস্কর্য ইস্যুতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড  বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামীম মাওলানা মাহমুদুল হাসান।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেফাকের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মাওলানা মাহমুদুল হাসান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি পাঠিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে ও প্রধানমন্ত্রীর কার্যলয়ে একাধিক মাধ্যমে পত্রটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছে।

উল্ল্যেখ্য, গত শনিবার (৫ ডিসেম্বর) মাওলান মাহমুদুল হাসানের আহ্বানে রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় ভাস্কর্য ইস্যুতে দেশের চলমান অস্থিরতা ও সাম্প্রতিক সঙ্কট বিষয়ে আলেমদের করণীয় শীর্ষক একটি বৈঠকে ভাস্কর্য ইস্যুতে ৫টি প্রস্তাব ও ৩টি সিদ্ধান্ত নিয়েছিলেন উপস্থিত আলেমগণ। সে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ পত্র প্রেরণ করা হয়।