| |
               

মূল পাতা আন্তর্জাতিক পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় বিএসএফ কর্মকর্তা নিহত


পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় বিএসএফ কর্মকর্তা নিহত


আন্তর্জাতিক ডেস্ক     02 December, 2020     12:31 PM    


কাশ্মীরের রাজৌরি জেলায় লাইন অব কন্ট্রোলের (সীমান্তরেখা) কাছে পাকিস্তানি সেনাবাহিনীর ছোঁড়া গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে।

বিএসএফের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কোনো কারণ ছাড়াই এদিন সকালে রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তানের সেনারা। তাদের ছোঁড়া গুলিতে বিএসএফের উপপরিদর্শক (এসআই) পাওতিনসাত গুইতে নিহত হন। ওপার থেকে ছোঁড়া গুলির জবাব দেওয়ার পাশাপাশি নিজের কয়েকজন সহকর্মীর প্রাণ বাঁচান তিনি।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের আক্রমণের পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ, এ  বছর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের একাধিক অভিযোগ করে আসছে ভারত। ভারতের দাবি, ২০০৩ সালে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকে নিয়মিত পাকিস্তান তা ভঙ্গ করে আসছে। এ বছর সব পুরানো রেকর্ড ভেঙে দিয়েছে তারা।