| |
               

মূল পাতা আন্তর্জাতিক পাকিস্তানে ধর্ষকের লিঙ্গচ্ছেদ করার আইনে সম্মতি দিলেন ইমরান খান


পাকিস্তানে ধর্ষকের লিঙ্গচ্ছেদ করার আইনে সম্মতি দিলেন ইমরান খান


আন্তর্জাতিক ডেস্ক     25 November, 2020     01:55 PM    


পাকিস্তানে ধর্ষণ রুখতে রাসায়নিকভাবে লিঙ্গচ্ছেদ করার আইনে সম্মতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জানা গেছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এর শাস্তি হিসেবে রাসায়নিকভাবে লিঙ্গচ্ছেদের পাশাপাশি ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি তোলেন ইমরান খানের ক্যাবিনেটের সদস্যরা। খবর জিও টিভির।

পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের আইনসভার সদস্য ফয়জল জাভেদ খান জানান, শিগগিরই লিঙ্গচ্ছেদ সংক্রান্ত বিলটি পার্লামেন্টে পেশ করা হবে।

এদিকে, এব্যাপারে এখনও সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করেনি পাক সরকার।

জানা গেছে, ধর্ষণরোধে তৈরি নতুন আইনে খসড়ায় বেশি সংখ্যক পুলিশ নিয়োগ, ফাস্ট ট্র‌্যাকিং কোর্ট বসানো এবং সাক্ষীর নিরাপত্তার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। ইমরান এটাকে গুরুতর বিষয় বলে উল্লেখ করে বলেছেন, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য। এব্যাপারে কোনও গাফিলতি তিনি বরদাস্ত করবেন না বলেও জানিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকে পাক প্রধানমন্ত্রী আরও বলেছেন, নির্যাতিতারা নির্ভয়ে অভিযোগ দায়ের করতে পারেন। তাঁর এবং তাঁর পরিবারের সুরক্ষা এবং পরিচয় গোপন রাখার দায়িত্ব সরকারের।