| |
               

মূল পাতা আন্তর্জাতিক অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেন ট্রাম্প


অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক     24 November, 2020     09:30 AM    


অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ৩ সপ্তাহ পর নবনির্বাচিত বাইডেন সরকারের কাছে ক্ষমতার পালাবদলে সম্মতি দিয়েছেন তিনি। এর মাধ্যমে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হলো যুক্তরাষ্ট্রে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে হার স্বীকার করেননি তিনি।

২০ জানুয়ারি শপথ গ্রহণের প্রস্তুতি শুরু করার অনুমতি দিয়ে সোমবার বাইডেনকে চিঠি দেয় ইউএস জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন। জানা গেছে, ফল ঘোষণা পেছাতে ট্রাম্পের অনুরোধ মানেনি মিশিগানের রাজ্য প্রশাসনের রিপাবলিকান সদস্য। ফলে রাজ্যটিতে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে জয়ী ঘোষণার পরই চূড়ান্ত হয়ে যায় ফলাফল।

এদিকে, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর দিনই হবু মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য চূড়ান্ত করে ফেলেছেন জো বাইডেন। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টনি ব্লিংকেনের পর, অর্থমন্ত্রী হিসেবে জ্যানেট ইয়েলেন এবং জলবায়ু দূত হিসেবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নাম ঘোষণা করেন বাইডেন।