| |
               

মূল পাতা জাতীয় যুক্তরাষ্ট্রে যিনিই ক্ষমতায় আসুন আমাদের সমস্যা নেই : পররাষ্ট্রমন্ত্রী


যুক্তরাষ্ট্রে যিনিই ক্ষমতায় আসুন আমাদের সমস্যা নেই : পররাষ্ট্রমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     04 November, 2020     05:17 PM    


মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনে জয়েী হয়ে যিনিই ক্ষমতায় আসুন আমাদের সমস্যা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, ‘মার্কিন নির্বাচনে যিনিই ক্ষমতায় আসুন না কেন বাংলাদেশের কোনো সমস্যা নেই।’

বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, যে কেউ ক্ষমতায় আসুক না কেন, আমাদের কোনো সমস্যা নেই।’ নির্বাচনে কে জিতবে তা এতো তাড়াতাড়ি বলা যাচ্ছে না। ‘এটি প্রযুক্তিগতভাবে ভিন্ন ধরনের একটি নির্বাচন। তারা প্রতিটি রাজ্যের মর্যাদা ধরে রেখে খুব সুন্দরভাবে ব্যবস্থাটি তৈরি করেছে।’

মন্ত্রী বলেন, বাংলাদেশ সর্বত্র স্থিতিশীলতা দেখতে চায়। ‘আমরা দৃঢ় স্থিতিশীলতা চাই। করোনা মহামারি শুরুর পর থেকেই ট্রাম্প প্রশাসনসহ অনেক দেশ নিজ নিজ দেশে ব্যস্ত সময় পার করছে। নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা না থাকায় বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ধারাবাহিকতার ব্যাপারে আশাবাদী।

ড. মোমেন আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি খুব ভালো করছে এবং বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে খুব ভালো অবস্থানে রয়েছে। আমরা নিরপেক্ষতা বজায় রেখেছি। কোনো দেশের সাথে আমাদের শত্রুতা নেই। আমরা সবার মঙ্গল কামনা করি।’
-জেড