| |
               

মূল পাতা আন্তর্জাতিক ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষী বক্তব্যের সমালোচনা করায় মিশরে ইমাম গ্রেফতার


ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষী বক্তব্যের সমালোচনা করায় মিশরে ইমাম গ্রেফতার


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     03 November, 2020     01:18 PM    


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষী অবমাননাকর বক্তব্যের সমালোচনা করায় মিশরের একটি মসজিদের ইমামকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ইমামের নাম আহমাদ হাম্মাম। দেশটির ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে।

মিশরের গণমাধ্যম জানিয়েছে, হাম্মামের বিরুদ্ধে জনগণকে সহিংসতা ও সন্ত্রাসবাদে উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে। মিশরের ওয়াকফ মন্ত্রী মোহাম্মাদ মোখতার জুমা এ সম্পর্কে বলেছেন, তিনি আহমাদ হাম্মামকে বরখাস্ত করার এবং হাম্মাম যাতে আর কোনো মসজিদের ইমামতি করতে না পারেন সে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইমাম আহমাদ হাম্মাম মিশরের উত্তরাঞ্চলীয় আলেক্সান্দ্রিয়া প্রদেশের একটি মসজিদে ইমামতি করেন । তিনি শুক্রবার জুমার নামাজের খুতবায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করেন। এ খবর পেয়ে ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে ইমাম হাম্মামকে আটক করে বিচার বিভাগের হাতে তুলে দিয়েছে মিশরের পুলিশ।

সারা পৃথিবীর মুসলমানরা যখন ফ্রান্সের প্রেসিডেন্টের অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ করছেন। স্বৈরশাসক সিসির মিশরে তখন উল্টো চিত্র।
-জেড