| |
               

মূল পাতা আন্তর্জাতিক কে মার্কিন প্রেসিডেন্ট হবেন তাতে আমাদের কিছু যায় আসে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী


কে মার্কিন প্রেসিডেন্ট হবেন তাতে আমাদের কিছু যায় আসে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     03 November, 2020     12:34 PM    


আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কে মার্কিন প্রেসিডেন্ট হবেন, না হবেন- তাতে ইরানের কিছুই যায় আসে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা এখন কে কী প্রতিশ্রুতি দিলো, তা তেহরানের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়।

মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ। জাওয়াদ বলেন, বরং নির্বাচনের পর হোয়াইট হাউজ কী আচরণ করে সেটিই মূলত দেখার বিষয়। ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের মধ্যে ইরান কাউকেই প্রাধান্য দিচ্ছে না।

তিনি বলেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা বন্ধ করার সিদ্ধান্ত নেয় সেটা হবে তেহরানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে হোয়াইট হাউজের দায়িত্ব কে পেল তাতে ইরানের কিছু যাবে আসবে না।
-জেড