| |
               

মূল পাতা অর্থনীতি সাভারে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ


সাভারে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ


    22 October, 2020     09:59 AM    


সাভার প্রতিনিধি

সাভারের আমিনবাজার এলাকায় একটি পোশাক কারখানা লে-অফ ঘোষণা করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকার সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকে একই এলাকার ব্যন্ডো ইকো এপারেলস নামের পোশাক কারখানার শ্রমিকরা।

এসময় প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে প্রায় ৭ কিলোমিটার যানজটে সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, কারখানাটি বারবার বন্ধ ও চালু করে আসছিলো কর্তৃপক্ষ। সেই সঙ্গে কিছুদিন আগে ১০ দিনের জন্য কারখানা লে-অফ (সাময়িক বন্ধ) ঘোষণা করে। তাই কারখানা খোলার দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, সড়ক অবরোধ করে আন্দোলন করছিলো শ্রমিকরা।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

-জেড