| |
               

মূল পাতা জাতীয় মাদরাসাছাত্রীকে গণধর্ষণ : টাঙ্গাইলে নতুন আইনের প্রথম রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড


মাদরাসাছাত্রীকে গণধর্ষণ : টাঙ্গাইলে নতুন আইনের প্রথম রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড


    15 October, 2020     02:22 PM    


রহমতটোয়েন্টিফোর ডেস্ক

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর প্রথমবারের মতো পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। একই সাথে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, ২০১২ সালের জানুয়ারি মাসে ভুঞাপুরে ওই নারীকে অপহরণের পর মধুপুর এলাকায় নিয়ে গণধর্ষণ করে দণ্ডিতরা। রায় ঘোষণার সময় আসামি সঞ্জিত ও গোপী চন্দ্র শীল আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর দেশে এটিই প্রথম ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়।
-জেড