| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত 


রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত 


রহমত নিউজ     03 December, 2025     07:49 PM    


জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রংপুরে আন্দোলনরত সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায়  রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

রংপুর বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ। 

৮ দলের পাঁচ দফা দাবিগুলো হলো, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা