মূল পাতা আন্তর্জাতিক ইরানে মিলল বিশাল সোনার মজুত
রহমত নিউজ 02 December, 2025 07:10 PM
দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঘূর্ণাবর্তে নিমজ্জিত ইরানের সামনে হঠাৎই নতুন আশার দিগন্ত উন্মোচিত হয়েছে। দেশের মাটির গভীরে লুকিয়ে থাকা বিরল এক মহামূল্যবান সম্পদের সন্ধান যেন অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চারের সম্ভাবনা দেখাচ্ছে।
সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সূত্রের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে, ইরানের পুরোনো সোনাখনি শাদানে সন্ধান মিলেছে বিশাল সোনা মজুতের। এই আবিষ্কার দেশের দুর্বল অর্থনীতিতে নতুন করে গতি সঞ্চারের সুযোগ তৈরি করেছে।
কুর্দিস্তান টুয়েন্টিফোর ও ফার্স নিউজের প্রতিবেদনে জানা যায়, ইরানের অন্যতম ১৫টি সোনাখনিগুলোর মধ্যে এই শাদান খনিটির গুরুত্ব অনেক। এটি পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত এবং বেসরকারি মালিকানাধীন। যদিও ঠিক কী পরিমাণ সোনা পাওয়া যেতে পারে, সেই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এই সন্ধানকে জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য; উত্তর-পশ্চিমাঞ্চলের জারশোরান হলো ইরানের সবচেয়ে বড় সোনাখনি।