| |
               

মূল পাতা রাজনীতি মানুষ যেমন কবর থেকে ফেরে না, হাসিনাও রাজনীতিতে ফিরবে না: মাওলানা মামুনুল হক


মানুষ যেমন কবর থেকে ফেরে না, হাসিনাও রাজনীতিতে ফিরবে না: মাওলানা মামুনুল হক


রহমত নিউজ     26 November, 2025     11:51 AM    


মানুষ যেমন কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও কোনো দিন বাংলার রাজনীতিতে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি দলকে ধ্বংস করে শেখ হাসিনা তার সাওয়াল-জবাব (হিসাব-নিকাশ) নিয়ে ছেলে-মেয়ে, আপনজন, আত্মীয়-স্বজন বগলদাবা করে ১৬ লাগেজে যা ভর্তি করার, তা নিয়ে ‘দাদার দেশে’ গেছেন। তাই আওয়ামী লীগ নেতাদের বলি, ওই নারী বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্নেও আর দেখবেন না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারের বাংলাদেশ খেলাফত মজলিশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আগামীর নতুন বাংলাদেশের জন্য জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি প্রশ্ন করতে চাই, জুলাই যোদ্ধা যারা রক্ত-জীবন দিয়ে বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করল, বিদেশি আধিপত্যবাদ থেকে সোনার মানুষকে মুক্ত করল, আমরা কী সেই শহীদদেরকে ভুলে যেতে পারি? তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি? এজন্য আমরা শুরু থেকেই বলছি, জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।