মূল পাতা আন্তর্জাতিক পার্লামেন্টে বোরকা অবমাননা করে নিজেই হলেন অপমানিত
রহমত নিউজ 25 November, 2025 12:57 PM
জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার জন্য প্রস্তাবিত একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার সিনেটর হ্যানসন। এটি না পারায় বোরকা অবমানা করে বসেন তিনি। এতে ক্ষোভ তৈরি হয় পার্লামেন্টে। অপমানিত করা হয় উগ্র সেই সিনেটরকে। শুধু তাই নয়, সাত কার্য দিবসের জন্য তাকে বরখাস্তও করে সিনেট।
লিন হ্যানসন তাচ্ছিল্য স্বরূপ বোরকা পরে পার্লামেন্টে উপস্থিত হওয়ায় ব্যাপক ক্ষোভের মুখে পড়েন। তাকে বোরকা খুলে আসতে বলা হলেও তিনি অস্বীকৃতি জানান, যার ফলে পার্লামেন্টের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়েছিল।
বোরকা অবমাননার এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন সিনেটের অন্য আইন প্রণেতারা। মুসলিম আইন প্রণেতারা তার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন।
সিনেটে মধ্য-বাম লেবার সরকারের নেতৃত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, সিনেটর হ্যানসনের এই ঘৃণ্য কর্মকাণ্ড আমাদের সামাজের ওপর আঘাত এবং আমি বিশ্বাস করি, এ ধরনের আচরণ অস্ট্রেলিয়াকে দুর্বল করে দেয়। আমাদের দেশের অনেক দুর্বলদের ওপরও এ ঘটনা প্রভাব পড়তে পারে।
দীর্ঘদিন ধরে তিনি ইসলামিক পোশাকের বিরোধিতা করে আসছেন। এটি হ্যানসনের সংসদে বোরকা পরার দ্বিতীয় ঘটনা। তিনি ২০১৭ সালেও এ ধরনের এক কাণ্ড ঘটিয়েছিলেন, যাতে দেশের সব জায়গায় বোরকা নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
সূত্র : রয়টার্স