| |
               

মূল পাতা রাজনীতি খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে চরমোনাই পীরের আহ্বান


খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে চরমোনাই পীরের আহ্বান


রহমত নিউজ     12 November, 2025     08:04 PM    


১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়াত আয়োজিত মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ।

বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে মান্য করা আমাদের ইমানের দাবী। মুসলমানদের মৌলিক বিশ্বাসের ব্যাপারে কোন ধরণের আপোষ করার সুযোগ নাই।

মুফতী রেজাউল করীম বলেন, অনেকে কাদিয়ানিদের বিষয়টাকে ধর্মীয় স্বাধীনতার প্রশ্নের সাথে মিলিয়ে ফেলে। আমরা পরিস্কার করে বলছি, বাংলাদেশের কোন হিন্দু বা খ্রিষ্টান কি বিশ্বাস করবে বা না করবে সেটা নিয়ে আমরা কখনোই কোন কথা বলি নাই। কারণ সেগুলো আলাদা ধর্ম হিসেবে স্বীকৃত। কিন্তু কাদিয়ানিরা ইসলামের মৌলিক বিশ্বাসকে অস্বীকার করেও মুসলমান দাবি করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। ফলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি মুলত সমাজ থেকে প্রতারণা ও বিভ্রান্তি দুর করার দাবি। তারা আলাদা ধর্ম হিসেবে আলাদা পরিচয় নিয়ে বসবাস করলে আমাদের কোন আপত্তি থাকার কথা না।

তিনি আরও বলেন, এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের খ্যাতিমান ইসলামি নেতৃবৃন্দ, বিশেষ করে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও আন্তর্জাতিক খতমে নবুওয়াত আন্দোলনের পুরোধা মাওলানা ফজলুর রহমান।এই সম্মেলন সফল করা প্রতিটি ঈমানদার মুসলমানের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব বলে মনে আমি মনে করি। আমি নিজেও এই সম্মেলনে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা এই সম্মেলনকে কবুল করুন।