| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল চলছে জামায়াতসহ সমমনা ৮ দলের সমাবেশ; পল্টনে তৈরি হয়েছে জনস্রোত


চলছে জামায়াতসহ সমমনা ৮ দলের সমাবেশ; পল্টনে তৈরি হয়েছে জনস্রোত


রহমত নিউজ     11 November, 2025     03:08 PM    


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের সমাবেশ চলছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টনে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশটি বিশাল রূপ ধারণ করে দুপুর তিনটার মধ্যেই।

দুপুর ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। সমাবেশে উপস্থাপনা করছেন আট দলের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি হামিদুর রহমান আজাদ।

গত ৭ নভেম্বর এই দলগুলো প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়। কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় তারা আজকের (মঙ্গলবার) সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দলগুলোর প্রধান দাবিগুলো হলো—জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশে অংশগ্রহণকারী দলগুলো হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সমাবেশে আন্দোলনরত দলগুলোর পক্ষে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজীসহ অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতারা।