| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ভারতে হত্যাকাণ্ডের শিকার ইমামের স্ত্রী ও দুই শিশু কন্যা


ভারতে হত্যাকাণ্ডের শিকার ইমামের স্ত্রী ও দুই শিশু কন্যা


শেখ আশরাফুল ইসলাম     13 October, 2025     11:39 AM    


ভারতে উত্তরপ্রদেশের বাগপত জেলায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। সেখানকার একটি মসজিদের ইমামের স্ত্রী ও দুই কন্যা হত্যার শিকার হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) বাগপত জেলার দোগহাট থানার অন্তর্গত গঙ্গনাউলি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকাজুড়ে নেমে আসে শোক ও আতঙ্ক।

মারা যাওয়া তিনজন হলেন গ্রামের বড় মসজিদের ইমাম ইব্রাহিমের স্ত্রী ও তাঁর দুই শিশু কন্যা।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ইমাম মসজিদ সংলগ্ন বাসায় ফিরে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। বারবার কড়া নাড়ার পরও কোনো সাড়া না পেয়ে তিনি সন্দেহবশত কয়েকজন গ্রামবাসীকে ডেকে আনেন। পরে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, তাঁর স্ত্রী ও দুই মেয়ে রক্তের স্রোতে নিথর দেহে পড়ে আছে।

ভয়াবহ এই দৃশ্য দেখে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দ্রুতই ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। কিছুক্ষণের মধ্যেই দোগহাট থানার পুলিশ ও জেলা সদর থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মসজিদটি ঘিরে ফেলে এবং মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ সময় ফরেনসিক দলও ঘটনাস্থলে এসে রক্তের নমুনা, আঙুলের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।

বাগপতের পুলিশ সুপার (এসপি) জানান, এ ঘটনায় মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে এবং একাধিক তদন্ত দল গঠন করা হয়েছে।

তিনি বলেন, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। আমরা সব দিক বিবেচনা করে তদন্ত করছি, ব্যক্তিগত শত্রুতা, চুরি বা পারিবারিক বিরোধ—সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

ঘটনার সময় ইমাম ইব্রাহিম মসজিদের বাইরে কাজে ছিলেন বলে জানা গেছে। বর্তমানে তিনি গভীর শোকে কথা বলতে পারছেন না।

এক গ্রামবাসী জানান, ইমাম খুব খুব ভদ্র ও সমাজে সম্মানিত একজন মানুষ ছিলেন। তাঁর পরিবারের সঙ্গে এমন ভয়াবহ কিছু ঘটবে, কেউ কল্পনাও করতে পারেনি।

ঘটনার পর সন্ধ্যা পর্যন্ত মসজিদের সামনে অসংখ্য মানুষ জড়ো হন। স্থানীয়রা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা। আমরা দ্রুত অপরাধীদের বিচার চাই।

পুলিশ সূত্র জানায়, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটন হবে বলে আশা করা হচ্ছে। 

সূত্র : মুসলিম মিরর