রহমত নিউজ 12 October, 2025 08:01 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফেনী, নরসিংদী ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
রোববার (১২ অক্টোবর) ফেনী, নরসিংদী ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হয়।
ফেনী জেলা
বাংলাদেশ খেলাফত আন্দোলন ফেনী জেলা শাখার আমির মাওলানা গাজী ইউসুফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফেনী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমির মাওলানা আনোয়ার উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন , মুফতি আলাউদ্দিন নুরী, হাকিম মামুনুর রশিদ ও হাফেজ মাওলানা ইলিয়াস প্রমূখ।
নরসিংদী জেলা
বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদীর জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন । দলের জেলা আমির মাওলানা মোশারফ হোসেন রায়পুরের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম ও মাওলানা ইসমাইল ভাওয়ারিসহ একটি প্রতিনিধি দল।
ফরিদপুর জেলা
ফরিদপুর জেলা প্রশাসকের কাছে খেলাফত আন্দোলনের স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জয়নাল আবদীন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আমির মাওলানা মিজানুর রহমানসহ একটি প্রতিনিধি দল।
খেলাফত আন্দোলনের ৭ দফা দাবী সমুহ :
১। জুলাই সনদের ভিত্তিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।
২। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৩। নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে।
৪। ২০১৩ সালের শাপলা গণহত্যা ও ২০২৪ এর গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দ্রুত দৃশ্যমান করতে হবে।
৫। বিগত ২৪ এর আন্দোলনকারীদের ন্যায় ২০১৩ এর শাপলা শহীদদের রাষ্ট্রিয় মর্যাদা ও আহতদের সুচিকিৎসাসহ রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা দিতে হবে।
৬। বিগত সরকার গুলোর আমলে দেশ থেকে বিদেশে পাচারকৃত সকল অর্থ ফেরত আনতে হবে।
৭। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ ও গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে।