| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব পাক-আফগান সংঘর্ষ : পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দখল ২০ নিরাপত্তা পোস্ট


পাক-আফগান সংঘর্ষ : পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দখল ২০ নিরাপত্তা পোস্ট


শেখ আশরাফুল ইসলাম     12 October, 2025     02:44 PM    


পাকিস্তান ও ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় রাতভর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে পাল্টা আক্রমণে পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

রোববার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মাওলানা মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।

মাওলানা মুজাহিদ বলেন, শনিবার (১১ অক্টোবর) রাতে ডুরান্ড লাইনের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে আফগান বাহিনী ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং প্রায় ২০টি নিরাপত্তা পোস্ট দখল করেছে।

এর আগে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে কাবুল ও পাকতিকা প্রদেশের বারমাল জেলার মারগা বাজার এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তান। প্রতিশোধ হিসেবে আফগান সেনাবাহিনী কান্দাহার, হেলমান্দ, জাবুল, নানগারহার, পাকতিয়া, পাকতিকা ও খোস্ত প্রদেশজুড়ে পাকিস্তানি সামরিক অবস্থানে পাল্টা হামলা চালায়।

মাওলানা মুজাহিদ বলেন, আমাদের নয়জন মুজাহিদ শহীদ হয়েছেন এবং ১৬ থেকে ১৮ জন আহত হয়েছেন। শত্রুপক্ষের অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তার মতে, কাতার ও সৌদি আরবের অনুরোধে মধ্যরাতের দিকে অভিযান বন্ধ করা হয়।

তবে তিনি দাবি করেন, আজ রোববার সকালে ফের কিছু এলাকায় আবারও গুলি চালায় পাক বাহিনী। ফলে সংঘাত আবারও বেড়ে যায়।

সূত্র : পাজক আফগান নিউজ