| |
               

মূল পাতা জাতীয় দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম


দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম


রহমত নিউজ     11 October, 2025     11:11 AM    


“গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” থেকে আটক হওয়ার পর অবশেষে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

এর আগে দুপুরে ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছালে শহিদুল আলমকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

প্রসঙ্গত, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ছিলেন “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন”–এর সদস্য, যারা ইসরায়েলের গাজা অবরোধ ভাঙা ও ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

গত বুধবার ইসরায়েলি সেনারা ওই বহরে আক্রমণ চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে কারাগারে পাঠায়। পরবর্তীতে আন্তর্জাতিক চাপের মুখে তাদের মুক্তি দেওয়া হয়।