মূল পাতা শিক্ষাঙ্গন মাদরাসায় ক্রিকেট চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি; অনলাইনে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা
শেখ আশরাফুল ইসলাম 08 October, 2025 10:53 AM
দায়িত্ব গ্রহণের পর প্রথম সভাতেই বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি।
মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত বোর্ড সভায় ২৩টি স্থায়ী কমিটির প্রধান নির্বাচনের পাশাপাশি নতুন এক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আর সেটি হচ্ছে মাদরাসা পর্যায়ে ক্রিকেট চালু করা।
এই বিষয়টি প্রকাশে আসার পর থেকেই অনলাইনে এর পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা। কেউ বলছেন, এই পদক্ষেপের ফলে মাদরাসা শিক্ষা ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হবে। কওমি মাদরাসার মূল লক্ষ্য কুরআন-হাদীস ও শরীয়তভিত্তিক শিক্ষা বিস্তার করা। ইসলামের সৌন্দর্যকে মানুষের জীবনে প্রতিষ্ঠিত করা। কিন্তু যদি ক্রিকেট চালু হয়, তবে শিক্ষার্থীরা তাদের লক্ষবস্তু থেকে দূরে সরে যাবে।
মুফতী আবুল হাসান কাসেমী নামে একজন মাদরাসা শিক্ষক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাদরাসা কোনো খেলাঘর নয়, এটা দ্বীনের দুর্গ। তাকওয়ার প্রশিক্ষণকেন্দ্র। কিন্তু বিসিবি এখন মাদরাসার ছাত্রদের ক্রিকেটে নামাতে চায়! এটা শুধু একটি “প্রোগ্রাম” নয়, এটা ইসলামী শিক্ষার পবিত্রতাকে ভাঙার একটি সচেতন অপচেষ্টা।’
‘আমরা জানি, ক্রিকেট দুনিয়াবি বিনোদন, আর মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে কুরআন, হাদীস শিখে দ্বীন রক্ষার জন্য। যেখানে ছাত্ররা সময় দেয় আল্লাহর রাস্তায়; সেখানে ব্যাট-বল নিয়ে দৌড়ানো দ্বীনের অবমাননা ছাড়া আর কিছুই নয়।’
এই ব্যাপারে তিনি সাবধান করে বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, মাদরাসা ক্রিকেট নয়, মাদরাসা কুরআনের আলো ছড়াবে! বিসিবি যদি সত্যিই তরুণদের উন্নতি চায়, তবে দুনিয়াবি খেলায় নয় — দ্বীনের জ্ঞান প্রচারে সাহায্য করুক।’
মুফতী মহিউদ্দীন কাসেমী লিখেছেন,‘মাদরাসার শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাইলে কারিগরি শিক্ষার সুব্যবস্থা করে দেন। কেউ ক্রিকেটার হওয়ার জন্য মাদরাসায় আসে না। খেলাধুলা স্বাভাবিক জিনিস। ছাত্রদের জন্য মাঠ ও ক্রীড়া সামগ্রী দিতে পারেন। এতটুকুই যথেষ্ট।’
‘পাকিস্তানের রিয়েল হিরো শহীদ আফ্রিদি না, বিজ্ঞানী আবদুল কাদের খান। পারমাণবিক শক্তি না থাকলে পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্ব থাকত না। তাই আফ্রিদি তৈরি না করে আবদুল কাদের খান তৈরি করুন।’
আবার অনেকেই বলছেন, শারিরীক কসরতের জন্য যদি এই খেলা চালু করা হয়, তবে মন্দ হবে না। তবে সেটা আনুষ্ঠানিক টুর্নামেন্ট আয়োজন কিংবা দেশের মূলধারার ক্রিকেটের সাথে সম্পৃক্ত করলে ক্ষতির সম্ভাবনা বেশি।
গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, মাদরাসায় লাখ লাখ ছাত্র আছে। সেখান থেকেও যদি কিছু ক্রিকেটার উঠে আসে, সেটার সুযোগ আমরা তৈরি করতে চাই।
তিনি আরও জানান, মাদরাসার শিক্ষার্থীদের জন্য ছোট ফরম্যাটে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এখনও বিস্তারিত ঠিক হয়নি, তবে আমরা যেহেতু পরিকল্পনা নিয়েছি, ইনশাআল্লাহ বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে হবে।
সূত্রে জানা গেছে, ১০ ওভারের ফরম্যাটে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করা হয়েছে। আসর থেকে মাগরিবের সময়ের মধ্যে খেলা শেষ করার পরিকল্পনাও রয়েছে।