মূল পাতা মুসলিম বিশ্ব সব ধরনের ভিসায় ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা সৌদির
রহমত নিউজ 06 October, 2025 08:47 PM
সব ধরনের ভিসাধারীদের ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
রোববার (৬ অক্টোবর) দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা ও অন্য যেকোনও ধরনের ভিসাধারীরা সৌদি আরবে অবস্থানকালীন দেশটিতে ওমরাহ পালন করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালন সহজ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মুসলমানদের তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জুলাই মাসে ফেডারেল মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে হজ নীতি ২০২৬ অনুমোদন করে। যেখানে হজ মৌসুমের জন্য মূল পদ্ধতিগত, আর্থিক ও লজিস্টিক ব্যবস্থার রুপরেখা দেওয়া হয়েছে।
সূত্র : গালফ নিউজ