| |
               

মূল পাতা রাজনীতি কুরআন অবমাননাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : খেলাফত আন্দোলন 


কুরআন অবমাননাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : খেলাফত আন্দোলন 


রহমত নিউজ     05 October, 2025     08:03 PM    


নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট অপূর্ব রাদ কর্তৃক পবিত্র কুরআনকে লাথি মেরে অবমাননা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটি নামিদামি বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন ও ইসলাম বিদ্বেষী ছাত্র কিভাবে লেখাপড়া করে তা আমাদের বোধগম্য নয়। এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।

রোববার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন এর পিছনে কোন গোষ্ঠীর ইন্দন বা প্ররোচনা  রয়েছে কিনা তাও খুঁজে বের করে আইনের আওতায় আনতে  হবে।

মাওলানা মিয়াজী আরো বলেন, যে কোন অপরাধের রাষ্ট্রীয়ভাবে সঠিক বিচার না হওয়ায় জনগণ আইন তুলে নিতে বাধ্য হয়। তাই মব প্রতিরোধে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।