রহমত নিউজ 05 October, 2025 01:58 PM
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।
শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে তার অবস্থা খারাপের দিকে চলে যায়; প্রেশার ও পালস কমে গিয়েছিলো বলে জানান স্বজনরা।
তারা আরও জানান, তার অবস্থা ক্রিটিক্যাল। অবস্থা আগের চেয়ে অবনতি হলেও তিনি জীবিত আছেন। এদিকে গেল কয়েক দিনের মতো আজও তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে স্যোশাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্য নিয়ে ২৭ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন এই বর্ষীয়ান নেতা ।
কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল। তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদের জন্ম। বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন।