মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলি বাহিনীর হাতে আটকের সময় আল্লাহকে স্মরণ করলেন মালয়েশিয়ার অভিনেত্রী
6 02 October, 2025 07:41 PM
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অংশ হিসেবে ফিলিস্তিনের উদ্দেশে যাত্রা করা একটি জাহাজ আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে ইসরাইলি সেনারা থামিয়ে দেয়। এ সময় মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী আরডেল আরিয়ানা (নূরুল হিদায়াহ মোহাম্মদ আমিন) একটি সংক্ষিপ্ত লাইভ ভিডিও সম্প্রচার করতে সক্ষম হন।
লাইভ ভিডিওতে তিনি আতঙ্কজনক পরিস্থিতির কথা জানান এবং বেশ কয়েকবার আল্লাহকে স্মরণ করতে শোনা যায়।
ভিডিওতে আরও একজনের কণ্ঠ শোনা যায়, যাকে দখলদার ইসরাইলি সৈন্য বলে ধারণা করা হচ্ছে।
আরডেল বলেন, “আমাদের উপর নির্যাতন করা হয়েছে।” দু’টি সংক্ষিপ্ত লাইভ করার পরই তার সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি জানান, “আমি আমার ফোন লুকানোর চেষ্টা করছি। ইসরাইলি সেনারা আমাদের সব ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করছে। আমরা অফলাইনে যোগাযোগের চেষ্টা করছি। আবার লাইভে আসার সুযোগের অপেক্ষায় আছি। আমাদের এবং আমাদের বন্ধুদের জন্য প্রার্থনা করুন।”
এর আগে তিনি জানান, ইসরাইলি বাহিনী রেডিও সিগন্যালের মাধ্যমে ফ্লোটিলার অন্যান্য জাহাজেও বার্তা পাঠায়, যেখানে তাদের আটক ও কারাবন্দি করার হুমকি দেওয়া হয়।