রহমত নিউজ 01 October, 2025 08:43 PM
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। সবাই ভোট দিতে পারবেন। ভোট হবে দিনের বেলার, রাতের বেলা নয়। নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পুরনো ঠিকানায় চলে যাব। আপনাদের সহযোগিতা প্রয়োজন। সুযোগ সব সময় আসে না। একবার সুযোগ আসতে ৫৪ বছর লেগে যায়। আবার কবে সুযোগ আসবে জানি না। তাই সুযোগকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ হই। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।’
বুধবার (১ অক্টোবর) রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘এই মাদরাসা ২৫০ বছরের ইতিহাসে সমাজ ও রাষ্ট্র গঠনে অনন্য ভূমিকা রেখেছে।‘ তিনি আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন, হাদিস ও আরবি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অতি আধুনিকতার নামে মাদরাসা শিক্ষার্থীরা যেন মৌলিক ইসলামি শিক্ষা থেকে বিচ্ছিন্ন না হয়।‘
তিনি আরও জানান, মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, যা মাদরাসা শিক্ষার অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতিকে সমর্থন করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্র রাজনীতি নেই। আমাদের দেশে রাজনীতিবিদেরা ছাত্র রাজনীতিকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করছে।‘
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।