মূল পাতা মুসলিম বিশ্ব কাবুল ও ইসলামাবাদের মধ্যে সুসম্পর্ক দুই দেশের জন্যই কল্যাণকর : আফগান পররাষ্ট্রমন্ত্রী
শেখ আশরাফুল ইসলাম 29 September, 2025 12:00 PM
পাকিস্তানের জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।
এ সময় তিনি বলেন, আফগান ও পাকিস্তানি প্রতিনিধিদলের বিভিন্ন স্তরে সফর খুবই গুরুত্বপূর্ণ। কাবুল ও ইসলামাবাদের মধ্যে সুসম্পর্ক দুই দেশের জন্যই কল্যাণকর।
রোববার (২৮ সেপ্টেম্বর) আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
কাবুল সফরকারী প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মোহাম্মদ ইব্রাহিমও দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক জিয়া আহমদ তাকাল জানান, মন্ত্রী মুত্তাকি পাকিস্তানে জামায়াতে ইসলামীর সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তিনি আফগান শরণার্থীদের দীর্ঘদিন আশ্রয় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পাকিস্তানের ধর্মীয় দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকাও স্বীকার করেছেন।
অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে, পাকিস্তানের বিরুদ্ধে কার্যক্রম চালাতে আফগান ভূমি ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের বলা হয় আফগানিস্তানের সঙ্গে কথা বলতে। আমরা কথা বলি, কিন্তু কোনো ফল আসে না, যদিও আমাদের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বারবার আফগানিস্তানে সফর করেছে।
এদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
সাবেক পরিবহন ও বিমান চলাচল মন্ত্রী হোসনি মোবারক আজিজি বলেন, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের উচিত নিজেদের স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া এবং উন্নত রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলা। এর মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে ও সম্পর্ক আরও মজবুত হবে।
সূত্র : টোলো নিউজ