মূল পাতা শিক্ষাঙ্গন ‘একনেকের অনুমোদন পেলেই ঢাবি পাবে আরও ৯টি হল; একটি হবে জাতীয় কবির নামে’
রহমত নিউজ 25 May, 2025 12:40 PM
একনেকর অনুমোদন পেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আরও ৯টি হল পাবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
তিনি বলেন, শিক্ষার্থীরা একটি হল কবি কাজী নজরুল ইসলামের নামে করার প্রস্তাব দিয়েছে। বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি। একনেক থেকে এটি পাশ হয়ে এলেই আমরা ৯টি হল তৈরির সুযোগ পাবো। নতুন যে হলগুলো নির্মাণ হবে তার মধ্যে একটি হলের নাম কবির নামে রাখা হবে।
রবিবার (২৫ মে) কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান।
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই মুহূর্তে কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ঐক্য ধরে রাখতে শিখিয়েছেন। নজরুলের শিক্ষা সার্বজনীন ও চিরন্তন।
উপাচার্য বলেন, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।