মূল পাতা মুসলিম বিশ্ব শহীদদের পরিবার থেকে এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির
আন্তর্জাতিক ডেস্ক 20 May, 2025 01:23 PM
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় এখন পর্যন্ত শহীদ হয়েছেন ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৪ জন। তবুও হামলা বন্ধ করেনি দখলদার ইসরাইল। এরই মধ্যে ফিলিস্তিনের শহীদ পরিবারগুলোকে বিনা খরচে হজের আমন্ত্রণ জানিয়েছে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। চলতি বছরের হজ পালনের জন্য এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।
সোমবার (১৯ মে) বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ আমন্ত্রণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জায় ইসরাইলের চলমান হামলায় শহীদদের পরিবারের সদস্যদের পাশাপাশি আহত ফিলিস্তিনিদেরও বিনা খরচে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে। এই হজের সমস্ত খরচ সৌদি বাদশাহ নিজেই বহন করবেন।
সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাদশাহ সালমানের নির্দেশে তারা ফিলিস্তিনি হজযাত্রীদের হজ পালনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে। এই উদ্যোগ বাস্তবায়ন করবে সৌদি আরবের ইসলামী অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ।
উল্লেখ্য; ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই হামলার ফলে গাজ্জা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজ্জার ৯০ শতাংশ জনগণ এখন বাস্তুচ্যুত। হামাস নিধনের নামে শরণার্থী শিবির, হাসপাতাল, মসজিদ এমনকি ত্রাণের গাড়িও আক্রমণের শিকার হচ্ছে।