মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না জাতীয় পার্টি
রহমত নিউজ 24 March, 2025 04:23 PM
আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে জাতীয় পার্টি নেই বলে মন্তব্য করেছেন তীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
পতিত সরকারের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একটি দল। দলের ভেতরে যারা ছিলেন, তারা খারাপ হতে পারেন। একটি বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে তারা (অন্তর্বর্তী সরকার) ইচ্ছেমতো নির্বাচন করতে চাচ্ছেন। হাসিনার ফ্যাসিবাদী এখন আবার দেখছি। অর্ধেক লোককে বাইরে রেখে নির্বাচন করবে জোর করে।
শুক্রবার (২১ মার্চ) বিকেল পাঁচটার দিকে চার দিনের সফরে রংপুরে আসেন জি এম কাদের। রংপুর নগরের সেনপাড়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে নির্বাচন করবে। এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচনে দেশে স্থিতিশীলতা আসবে না। দেশে সামনে সংঘাতময় ও দুর্যোগপূর্ণ হয়ে যাবে।
তিনি দাবি করেন, শেখ হাসিনার মতো এখনো তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হচ্ছে। তবে কারা তাকে ব্ল্যাকমেলের চেষ্টা করছেন, তা স্পষ্ট করেননি তিনি।অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে উল্লেখ করে জি এম কাদের বলেন, আমি কী হঠাৎ করে এসে এমপি হয়েছি। ২০১৪ সালে নির্বাচন না করার কারণে শেখ হাসিনা আমার পেছনে সব গোয়েন্দা সংস্থাকে দিয়ে দুর্নীতি খুঁজতে লাগিয়েছিলেন। কিন্তু আমার কোনো দুর্নীতি বের করতে পারেননি। এখন দুর্নীতি বের করছে কী, আমি মনোনয়ন দিয়ে, পদ-পদবি দিয়ে ২ হাজার, ৫ হাজার টাকা নিয়েছি, এটা আমার দুর্নীতি।
জি এম কাদের বলেন, আমার মুখ বন্ধ করার জন্য শেখ হাসিনা ফ্যাসিবাদ করেছেন। নব্য ফ্যাসিবাদ এখন শুরু হয়েছে। শেখ হাসিনা যেটা করে আমাদের ঠেকানোর চেষ্টা করেছেন, ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে, এখন ওরা আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে।