| |
               

মূল পাতা রাজনীতি নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই : রিজভী


নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই : রিজভী


রহমত নিউজ     21 March, 2025     03:30 PM    


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা হলেও, বিচার নিয়ে আলোচনা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইলে আমাদের কোনো আপত্তি নেই।

জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের অপরাধীদের বিচার সম্পন্ন হলে এবং জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই।

এসময় উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বললেও গত ছয় মাসে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। দেশে এখনও স্থিতিশীলতা নেই। স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও স্বৈরাচার মুক্ত হয়নি। 

তিনি আরও বলেন, গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি। এর জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।