| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ভারতে হোলি উৎসবকে কেন্দ্র করে ঢেকে দেওয়া হচ্ছে মসজিদ; মুসলিমদের বিরুদ্ধে ধরপাকড়


ভারতে হোলি উৎসবকে কেন্দ্র করে ঢেকে দেওয়া হচ্ছে মসজিদ; মুসলিমদের বিরুদ্ধে ধরপাকড়


মুসলিম বিশ্ব ডেস্ক     13 March, 2025     04:32 PM    


ভারতের উত্তরপ্রদেশের সাম্ভলে হিন্দুদের হোলি উৎসবকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালিয়েছে রাজ্যটির প্রশাসন। শান্তি রক্ষার নামে ইতোমধ্যে ১,০১৫ জনকে আটক করা হয়েছে। সেই সাথে প্রায় এক ডজন মসজিদ ঢেকে দেওয়া হচ্ছে ত্রিপল দিয়ে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) পৃথক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ইন, ডেকান হেরাল্ড ও মাকতুব ইন্ডিয়া।

সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) ড. বন্দনা মিশ্র বলেন, সাম্ভলের বিভিন্ন মসজিদে লখপালদের (প্রশাসনিক কর্মী) দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো জেলা সেক্টরে ভাগ করা হয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি, যাতে হোলি শান্তিপূর্ণভাবে পালিত হয়।

শহরের ঐতিহাসিক শাহী জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদ, যেগুলোর বিরুদ্ধে হিন্দুত্ববাদীরা প্রচারণা চালাচ্ছে, সেগুলোর উপর ত্রিপল দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্য হ্যান্স ইন্ডিয়া নামে আরেক সংবাদমাধ্যম জানিয়েছে, শান্তি রক্ষার নামে মুসলিমদের অন্তত ৬০টি মসজিদে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে প্রশাসন।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তরপ্রদেশে মুসলিমদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের নামে নির্যাতন বেড়েছে। বেশকিছু মসজিদ ধ্বংস করেছে হিন্দুত্ববাদী সরকারের প্রশাসন। গত বছর প্রয়াগরাজে সমাজকর্মী তথা মুসলিম নেতা জাভেদ মুহাম্মাদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনাকে অনেকেই বলে থাকেন “বুলডোজার রাজনীতি”।