মূল পাতা মুসলিম বিশ্ব অবশেষে গাজ্জা দখলের পরিকল্পনা থেকে সরছে ট্রাম্প; স্বাগত জানাল হামাস
মুসলিম বিশ্ব ডেস্ক 13 March, 2025 04:16 PM
অবশেষে গাজ্জা দখলের পরিকল্পনা থেকে সরে আসলেন ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, গাজ্জা থেকে কাউকে উৎখাত করা হবে না।
মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস স্বাগত জানিয়েছে ট্রাম্পকে।
বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তবে গত মাসে গাজ্জা দখলের পরিকল্পনার কথা বিশ্ববাসীকে জানিয়েছিল ট্রাম্প। তিনি প্রস্তাব দিয়েছিলেন, ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিকে “মধ্যপ্রাচ্যের রিভেরা’”বানানো হবে। দখলের জন্য তার প্রস্তাব উত্থাপন করার সময় ট্রাম্প বলেছিলেন, প্রায় ২০ লাখ জনসংখ্যার পুরো গাজ্জা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরাইল ও হামাসের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখ্যানের মুখে পড়ে। বিশেষ করে আরব নেতারা এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেন। কারণ ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্থায়ীভাবে ঘরছাড়া করা হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে ফিলিস্তিনিদের।
মিশর, জর্ডান ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো সতর্ক করে জানায়, এমন কোনো পরিকল্পনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।
পরবর্তীতে আরব দেশগুলো মিশরের নেতৃত্বে গাজ্জা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের পরিকল্পনা উত্থাপন করে।