| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ইজতেমা ময়দানে হামলার দায়ে আটক মুয়াজ বিন নূর জামিনে মুক্ত


ইজতেমা ময়দানে হামলার দায়ে আটক মুয়াজ বিন নূর জামিনে মুক্ত


রহমত নিউজ     06 March, 2025     01:34 PM    


টঙ্গীর তুরাগ তীরে রাতের অন্ধকারে ইজতেমার ময়দানে মুসল্লীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া সাদপন্থীদের নেতা মুয়াজ বিন নূর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সাদপন্থী মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন মজলুম আলেম মুফতী মুয়াজ বিন নূর। গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। ১৮ ডিসেম্বর -২৪ টঙ্গী ময়দানে সহিংসতার মিথ্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া এখনো দুইজন ভেতরে রয়েছেন তারা খুব দ্রুত বের হবেন ইনশাআল্লাহ।”


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা