| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি সঠিক নীতির চর্চা শুরু হলে আইএমএফ এর ঋণের কোনো প্রয়োজন হবে না : গভর্নর


সঠিক নীতির চর্চা শুরু হলে আইএমএফ এর ঋণের কোনো প্রয়োজন হবে না : গভর্নর


রহমত নিউজ     04 March, 2025     02:30 PM    


বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সঠিক নীতির চর্চা শুরু হলে আইএমএফ এর ঋণের কোনো প্রয়োজন হবে না।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীতে টিবিএস ভবনে ব্যাংকিং খাত পুনরুদ্ধার নিয়ে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংককে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। আগামীতে ব্যাংকের পরিচালনা পর্ষদ কেউ চাইলে বসতে পারবে না। এজন্য নীতিমালা তৈরি করছে কেন্দ্রীয় ব্যাংক। 

অধিকাংশ অডিট ফার্ম আর্থিক প্রতিবেদন নিয়ে বড় ধরনের অপরাধ করছে। ব্যবসায়ীরা চাপ দিলেই সুদের হার কমানো হবে না বলেন জানান তিনি।

দেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে গভর্নর আরও বলেন, এখন পণ্য আমদানিতে এসলি খুলতে ডলারের কোনো সমস্যা হচ্ছে না। গ্যাস আমদানির পেমেন্ট বাদে সবগুলোর পেমেন্ট দেয়া হয়েছে বলে জানান ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে সিপিডির নির্বাহি পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ভেঙে পড়া বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে। রাজনৈতিক সরকারের স্বদিচ্ছা ছাড়া সংস্কারের সব উদ্যোগ ধুলোয় মিশে যাবে বলেও মন্তব্য করেন ড. ফাহমিদা খাতুন।